ঢিলেঢালা লকডাউন চলছে

সিংড়া হাসপাতালের ৩ জন ডাক্তার করোনা আক্রান্ত

সিংড়া (নাটোর) প্রতিনিধি | প্রকাশিত: ১৪ জুন ২০২১ ০৩:৩১; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১২:১৪

ফাইল ছবি

করোনা সংক্রমণ ঠেকাতে সিংড়া পৌর শহরে চলছে সাত দিনের সর্বাত্মক লকডাউন। কিন্তু নানা অজুহাতে মানুষ রাস্তায় বের হচ্ছেন। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছেন।

তবুও মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার যেন কোন বালাই নেই। রোববার (১৩ জুন) সকালে বাসষ্ট্যান্ড কাঁচা বাজারে গিয়ে দেখা যায় অধিকাংশ মানুষ সামাজিক দূরুত্ব মানছেন না। তাদের মুখে মাস্কও নেই।

এদিকে রোববার নতুন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো ২জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। এতে হাসপাতালের চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম বলেন, রাস্তায় টহল অব্যাহত রয়েছে। কিন্তু অনেকেই অহেতুক রাস্তায় ঘোরাফেরা করছেন।

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top