বাঘায় হেরোইনসহ গ্রেফতার ২
বাঘা প্রতিনিধি, রাজশাহী | প্রকাশিত: ১৪ জুন ২০২১ ২৩:৫৫; আপডেট: ১৫ জুন ২০২১ ০১:৪৭

রাজশাহীর বাঘায় পুলিশের অভিযানে হিরোইনসহ মাহাবুল ইসলাম (২০) ও হাসান আলী (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুন) সকাল ১১ টায় বাঘা সোনালী ব্যাংক বাঘা শাখার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাঘা থানা পুলিশ জানায়, সোমবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ বাঘা সোনালী ব্যাংক সামনে থেকে লালপুর উপজেলার বিদিপুর গ্রামের মোকাদ্দেস আলী ছেলে হাসান আলী (৪০) ও লালপুর উপজেলার বস্তপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহাবুল ইসলাম (২০), কে কাছ থেকে ১৪ পুড়িয়া হিরোইন উদ্ধার সহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বাঘা থানায় ১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: