নাটোরের দু’পৌরতে সাতদিনর লকডাউন

নাটোর সংবাদদাতা | প্রকাশিত: ১৫ জুন ২০২১ ২৩:৪৭; আপডেট: ১৬ জুন ২০২১ ০০:১০

ফাইল ছবি

নাটোর ও সিংড়া পৌরসভায় লকডাউনের মেয়াদ আরো সাত দিন বৃদ্ধি করেছে জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী  থাকায় নাটোর ও সিংড়া  পৌরসভা এলাকায় আগামী ২২জুন সন্ধ্যা ৬ টা পর্যন্ত আরো ৭ দিনের লকডাউন বৃদ্ধি করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে নাটোর জেলায় আরো ৪জন মৃত্যুবরণ করেছেন এবং ১০১ জন এর নমুনা পরীক্ষা করে ৬১ জন করোনা পজিটিভ হয়েছেন।

মৃতদের মধ্যে মর্জিনা (৫০) ও দেলোয়ার (৪৮) নামে দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহম্মদ আলী (৬০) নামে একজন নাটোর আধুনিক সদর হাসপাতালে ও মোসলেম উদ্দিন নামে অপর একজন বড়াইগ্রামে মারা যান। এনিয়ে জেলায়  মোট আক্রান্ত ২১৬৫ এবং মোট মৃত্যু ৩৮ জন।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top