সিংড়ায় করোনা রোগীদের ফলের ঝুঁড়ি উপহার প্রতিমন্ত্রী পলকের
সিংড়া (নাটোর) প্রতিনিধি | প্রকাশিত: ১৭ জুন ২০২১ ০১:৪৫; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০০:৪৩
_Photo-16.06.21-2021-06-16-19-39-07.jpg)
লকডাউনের সিংড়া পৌর শহরের করোনা রোগীদের ফলের ঝুঁড়ি উপহার পাঠালেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সেই সাথে খাদ্য সংকটে পড়া পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।
বুধবার (১৬ জুন) বিকেলে পৌর শহরের প্রায় অর্ধশত করোনা রোগীর বাসায় বাসায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার সামগ্রী পৌছে দেন পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।
পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে পৌরসভার একটি হট লাইন নাম্বার চালু রয়েছে। মানুষের প্রয়োজনে ফ্রি এ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি পরিবেশ বান্ধব ই-রিক্সা চলো সার্ভিসের মাধ্যমে সকল প্রয়োজনীয় সেবা প্রদান করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল ও পৌর কাউন্সিলরবৃন্দ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: