বাঘায় ইউপি সদস্যকে পুলিশে সৌপর্দ গ্রামবাসীর

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০ ২১:৩৫; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৫

ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় আপত্তিকর অবস্থায় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার আড়পাড়া গ্রাম থেকে তাকে আটক করে বাঘা থানা পুলিশ।

আটককৃত ইউপি সদস্য বাউসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ইন্তাজ আলী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্তাজ আলী দীর্ঘদিন থেকে স্থানীয় এক গৃহবধুর সাথে পরকিয়া করে আসছিল।সোমবার রাতে ইউপি সদস্যেকে আপত্তিকর অবস্থায় পেলে বাড়িতে স্থানীয়রা তাকে ঘেরাও করে রাখে।

পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে এলাকাবাসীরা তাকে পুলিশের হাতে সোপর্দ করে।

এই ঘটনায় গৃহবধু বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। আটককৃত ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, ঘটনাটি তিনি শুনেছেন তবে ঘটনাটি তার কাছে রহস্যজনক মনে হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে জেল হাজতে এবং গৃহবধুকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে প্রেরণ করা হয়েছে।

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top