পবার কৃষকদের পাশে কারিতাস

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০ ২২:২১; আপডেট: ১৮ আগস্ট ২০২০ ২২:২৪

কৃষকদের সহায়তা প্রদান করছে কারিতাস

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিতে ক্ষতি পুষিয়ে নিতে রাজশাহীর পবা উপজেলায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে কারিতাস বাংলাদেশ।

ক্ষুদ্র কৃষকদের খাপ খাওয়ানোর উপযোগী খামার ও জীববৈচিত্র্যের সমন্বয় (সাফবিন) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটির উদ্যোগে দুই হাজার ৭১৪ টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।

উপজেলার হুজরীপাড়া ইউনিয়নের ৮টি গ্রামের ৫৯ জন কৃষক/কৃষাণীদের এসব হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক/কৃষাণীকে ৪৬টি করে হাঁসের বাচ্চা ও প্রয়োজনীয় ওষুধ এবং হাঁস পালনের একটি নির্দেশিকা দেয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুজরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কারিতাস সাফবিন প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা তাইবুর রহমান এবং প্রকল্পের ভিলেজ রিসোর্স পারসনগণ।

প্রসঙ্গত, ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটি চলতি মাসে ১৮ জন ক্ষুদ্র ব্যবসায়ী সদস্যদের মাঝে নগদ অর্থ ৫০ হাজার ১০০ টাকা, ৫৭ জন কৃষক/কৃষাণীর মাঝে ২৬৪ কেজি দেশি মুরগি বিতরণ করে এবং জুলাই মাসে ২১৮ জন কৃষকের মাঝে আমন ধান চাষের জন্য নগদ অর্থ ৩ লাখ ৭০ হাজার ১৪০ টাকা, ৮ জন মাছ চাষীর মাঝে ১৭ হাজার ৬১০ টাকা, ৩৬০ টি কৃষক পরিবারের মাঝে ২৪০টি কোদাল, ২৪টি চার্জার স্প্রেমেশিন, ৭০টি ঝরণা ও ২টি চার্জার ভ্যান বিতরণ করে।

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top