পবায় অসহায়দের মাঝে বীজ ও বেড়াজাল বিতরণ এপির

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০ ২২:৪৯; আপডেট: ১৮ আগস্ট ২০২০ ২২:৫০

সবজি বীজ ও বেড়াজাল বিতরণ করছে পবা এপি শাখার কর্মকর্তারা

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিতে রাজশাহীর পবা উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষদের সবজি বীজ ও বেড়াজাল বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি।

প্রতিষ্ঠানটির উপজেলা শাখার আয়োজনে ৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার অসহায় মানুষের মাঝে এ বিতরণ কর্মসূচী আয়োজন করে তারা।

এ সময় বিতরণ স্থলে উপস্থিত ছিলেন এপিসি ম্যানেজার লিটন মন্ডল, প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল, মাসুদ রানা , সুজন ডেভিড গ্রেগরী, রতন কুমার ভৌমিক, ফারুক হোসেন, লাইভলীহুড স্পেশালিস্ট ইফতেখার উদ্দিন আহমেদ, ডেভিড বাস্কে, হিসাব কর্মকতা ফাল্গুনী চাম্বুগং ও জেপিও গ্রেস রোজী হালদার।

পরিবারের দ্রুত আয় বৃদ্ধি,পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট ৩১০টি পরিবারের প্রতিটি পরিবারের মাঝে ১ প্যাকেট করে মিষ্টিকুমড়া, লাউ, চালকুমড়া, পুঁইশাক, শিম, লালশাক ও ৪ প্যাকেট পালং শাক প্রদান করা হয়।

প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি উপজেলা শাখার পক্ষ থেকে চলতি মাসে ২৩৭ টি পরিবারের মধ্যে নি:শর্তভাবে বিকাশ একাউন্ট এর মাধ্যমে পরিবার প্রতি ৩ হাজার টাকা নগদ অর্থ প্রদান, ৩০০ টি পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, ৪০০ পরিবারের শিশুদের জন্য পুষ্টিকনা, ৪৮০ জন গ্রাম উন্নয়ন কমিটির মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top