বাঘার ৩৫ গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: | প্রকাশিত: ২০ জুন ২০২১ ২১:৪৪; আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৯

দেশজুড়ে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় রাজশাহীর বাঘা উপজেলায় নতুন গৃহ পেতে যাচ্ছে গৃহহীন ৩৫ পরিবার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নিজের বাড়ি পেয়ে যাওয়া ভূমিহীন-গৃহহীন মানুষগুলো এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। দেশজুড়ে বাস্তবায়িত এই কর্মসূচির আওতায় রাজশাহীর বাঘা উপজেলা প্রথম বারে ভূমিহীন-গৃহহীন ১৬ টি পরিবারকেঘর দেয়া হয়। এবার দ্বিতীয় পর্যায়ে অত্র উপজেলার আরো ৩৫ টি পরিবার ঘর পাচ্ছে।

তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পের উদ্দেশ্য হল-ভূমিহীন, গৃহহীন, ছিন্ন অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণ প্রদান ও প্রশিক্ষনের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ।

এক ভিডিও কনফারেন্সিং সভায় তিনি এই তথ্য জানান, এই সময় সভায় সংযুক্ত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, সকল দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও সমাজের সুধী মহল।

এদিকে, নতুন ঘরের আশ্বাস পেয়ে আনন্দিত বাঘার গৃহহীন পরিবারগুলো। বাঘার পদ্মার চরাঞ্চলের লাইলী বেগম বলেন, “কোনোদিন ভাবিনি আমার নিজের একটি পাকা ঘর হবে। পরিবার নিয়ে এক সাথে থাকবো। সত্যিই প্রধানমন্ত্রী হাসিনা আপা আমাদের মতো গরিবদের নিয়া ভাবেন।”নতুন একটি ঠিকানা পেয়ে এমনটি প্রতিক্রিয়া ব্যাক্ত করেন তিনি। দুই বছর পূর্বে পদ্মার ভাঙ্গনে তাঁর বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যাই। সেই থেকে তিনি কখনো মেয়ে-জামাই,আবার কখনো-কখনো অন্যার বাড়ীতে কাজ করে জীবিকা নিরবরাহ করতেন। শুধু লাইলী বেগম নন, তার মতো এখন ঘর ও জমি পেয়ে অনেকেই স্বপ্নে বিভোর

প্রসঙ্গত, মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না উল্লেখ করে আজ দেশ ব্যাপী (২০-জুন) সকাল ১১ টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রেখেছেন জাতীর পিতার উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বক্তব্য শেষে তিনি আশ্রয়ন প্রকল্প-২ এর মাধ্যমে দ্বিতীয় পর্যায় দেশের ভূমি ও গৃহহীন ৫৩ হাজার ৮ শ পরিবারের হাতে জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নির্মানকৃত ঘরের জমির কাগজ-পত্র ও দলিল হস্তান্তর এর মাধ্যমে এই কর্মসুচীর শুভ উদ্বোধন করেন।


এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top