নাটোরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
নাটোর সংবাদদাতা | প্রকাশিত: ২২ জুন ২০২১ ২১:৫৬; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৯:৩১

নাটোরে সড়ক দুর্ঘটনায় সেলিম হাওলাদার (৫০) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকালে নাটোর শহরের তেবাড়িয়া বাইপাস সড়কে আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। হতাহত সকলের বাড়ি মাদারীপুর জেলায়।
পুলিশ জানায়, রাজশাহী থেকে মাদারীপুর গামী আমবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক হেলপার ও আম ব্যবসায়ী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠালে আমব্যবসায়ী সেলিম কে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নাটোর সদর থানার ওসি জাহাঙ্গির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: