আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নাটোরে পাল্টাপাল্টি কর্মসূচী

নাটোর সংবাদদাতা | প্রকাশিত: ২৩ জুন ২০২১ ২১:১৮; আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১২

দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করছেন সদরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার অনুসারীরা। ব্যানার সামনে বক্তব্য রাখছেন তার বিরোধী নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

পাল্টাপাল্টি কর্মসূচীতে নাটোর জেলা আওয়ামী লীগ উদযাপন করল আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিটি নিরবতা পালন, দোয়া ও দীর্ঘ আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র উমা চৌধুরী জলি, সহ-সভাপতি ও পিপি সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সহ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম এবং জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া।

অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে নিচা বাজার দলের সাবেক কার্যালয়ের সামনে নাটোর জেলা আওয়ামী লীগের ব্যানারে আলাদাভাবে একই কর্মসূচি পালন করা হয়েছে। এখানে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও সৈয়দ মোর্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক শেখ, প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এ সময় বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপিসহ তাদেরকে কোন বিষয়ে না জানিয়ে সদরের এমপি একের পর এক স্বেচ্ছাচারিতা চালিয়ে যাওয়ার কারণেই সভাপতির পরামর্শে তারা আজ আলাদা ভাবে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেছেন। সদরের এমপির স্বেচ্ছাচারীতা বন্ধ না হলে এখন থেকে সকল কর্মসূচিই আলাদা ভাবে উৎযাপন করা হবে।


দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করছেন সদরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার অনুসারীরা। ব্যানার সামনে বক্তব্য রাখছেন তার বিরোধী নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top