রাজশাহী নগরীতে আবারও বাড়ানো হলো লকডাউন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ জুন ২০২১ ২২:৪৪; আপডেট: ২৪ জুন ২০২১ ০০:০৮

করোনা সংক্রমন পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রাজশাহীতে চলমান লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তৃতীয় দফার লকডাউন চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। বুধবার (২৩ জুন) রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল সংবাদ সম্মেলন করে লকডাউন বাড়ানোর ঘোষণা দেন।
তিনি বলেন, মঙ্গলবার সিটি মেয়রসহ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জরুরী বৈঠক করা হয়েছে। সেই বৈঠকে রাজশাহীর করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সিটি করপোরেশন এলাকায় লকডাউনের পাশাপাশি উপজেলা এলাকায় বিধিনিষেধ বাড়ানোরও সিদ্ধান্ত হয় যেন মানুষ অতি জরুরী প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে না পারে।
উল্লেখ্য, করোনা সংক্রমন বাড়তে থাকায় গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। এর পর গত ১৬ জুন সেটি আরেক সপ্তাহ বাড়িয়ে ২৪ জুন মধ্য রাত পর্যন্ত করা হয়। আজ আরেক দফা বাড়িয়ে আগামী ৩০ জুন মধ্য রাত পর্যন্ত করা হলো।
আপনার মূল্যবান মতামত দিন: