আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর জিল্লু সরদার আটক
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: | প্রকাশিত: ২৬ জুন ২০২১ ০২:০৬; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৯:৩৪
-2021-06-25-20-05-23.jpg)
আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর ও পাঁচ মামলার আসামী জিল্লু সরদারকে আটক করেছে পুলিশ। আদালত থেকে ওয়ারেন্ট থাকায় শুক্রবার(২৫-জুন) সকালে তাকে আটক করা হয়।
জিল্লু সরদার আড়ানী পৌর সভার ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ছিলেন। তাঁর পিতার নাম মৃত মোজাহার সরদার। বাড়ী পৌর এলাকার গোচর গ্রামে।
সর্বশেষ গোচর গ্রামে একটি মারামারি মামলায় ২ নং আসামী হয় জিল্লু সরদার। এ মামলায় অন্যরা জামিন নিলেও জিল্লু সরদার আদালতে হাজির না হওয়ায় তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়। এই ওয়ারেন্টে শুক্রবার (২৫ জুন) বাঘার থানার উপ-পরিদর্শক(এস.আই) শাহ আলম তাকে আটক করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম, জিল্লু সরদারের নামে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু এবং থানায় ৫ টি মামলা থাকার সত্যতা স্বীকার করে বলেন, সকালে বাঘা থানা পুলিশ তাকে আটক করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: