বাঘায় জনগণকে সচেতন করতে পুলিশের মাস্ক বিতরণ

বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ২৭ জুন ২০২১ ০১:৫৪; আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩৯

নিজ হাতে মাস্ক পরিয়ে দিচ্ছে পুলিশ

রাজশাহীর বাঘা উপজেলায় মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগনকে সচেতন করতে মাঠে নেমেছে বাঘা থানা পুলিশ। বাঘা থানা পুলিশ তাঁরা নিজেদের গাড়িতে জনসাধারণকে সচেতন করতে একদিকে মাইকিং, অপর দিকে রাস্তায় দাড়িয়ে যেসব মানুষের মুখে মাস্ক নেই তাদের মুখে নিজ হাতে মাস্ক পরিয়ে দিচ্ছেন।

শনিবার (২৬ জুন) বাঘা পৌর ভবনের সামনে এমনটি দৃশ্য লক্ষ্য করা গেছে। পুলিশের এই কর্মকান্ডকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

চিকিৎসকরা জানান, করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে এলে কিংবা তার সঙ্গে হাত মেলালেও সংক্রমিত হতে পারে যে কেউ। তাই এ ভাইরাস থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। একই সাথে হ্যান্ড সেনিটেশন ব্যবহার বাধ্যতামূলক। এ দিক থেকে যারা মাস্ক বিহীন বাইরে ঘুরে বেড়াচ্ছেন তাদের সতর্ক করতে রাস্তায় নেমেছে পুলিশ।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, মহামারি করোনা উপদ্রব মাঝখানে কিছুটা কমলেও আবার নতুন করে বাড়তে শুরু করেছে। এ অবস্থায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং অন্যকে এই দুর্যোগ মোকাবেলা সচেতন করতে হবে। আমরা মাননীয় পুলিশ সুপার মহাদয়ের দিক-নির্দেশনায় কাজ করে যাচ্ছি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top