সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
সিংড়া (নাটোর) প্রতিনিধি | প্রকাশিত: ২৭ জুন ২০২১ ২২:২২; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৮:০৬
_Photo-27.06.202-2021-06-27-16-21-33.jpg)
চলনবিল অধ্যুষিত সিংড়া পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ২৪ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৬৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ জুন) সকাল ১০টায় পৌরসভার কনফারেন্স রুমে পৌর সচিব মো. আব্দুল মতিন এ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ১৬ লাখ ১৮ হাজার টাকা আয় ও ৪ কোটি ৬৪ লাখ ৩ হাজার ৫০০ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ১৫ কোটি ৩৯ লাখ টাকা আয় ও ১৫ কোটি ২৪ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
অনুষ্ঠানে সিংড়া পৌরসভার প্যানেল মেয়র সঞ্জয় কুমার সাহা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউন্সিলর জাহাঙ্গীর আলম, মিলন হোসেন, হিসাবরক্ষক সেলিম আল মামুন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শারফুল ইসলাম খোকন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুৃল ইসলাম প্রমূখ।
আপনার মূল্যবান মতামত দিন: