বাঘায় অক্সিজেন সিলিন্ডার দিলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ২৮ জুন ২০২১ ২২:০২; আপডেট: ২৮ জুন ২০২১ ২২:০৩
-Pic)27-06-21-2021-06-28-16-01-43.jpg)
কোভিড-১৯ পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের সেবায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর নির্বাচনী এলাকা বাঘা উপজেলার হাসপাতালে নিজেস্ব অর্থায়নে ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।
রবিবার (২৭ জুন) দুপুরে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন বাঘা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। এই সময় উপস্থিত ছিলেন বাঘা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আহমেদ।
তিনি বলেন,করোনা ভাইরাসের এই অক্সিজেন সিলিন্ডার রুগীদের জন্য বিশেষ প্রয়োজন। বর্তমানে করোনা বৃদ্ধির সাথে সাথে এ গুলোর চাহিদাও বৃদ্ধি পেয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রুগীদের কথা ভেবে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ১০টি অক্সিজেন সিলিন্ডার উপকরণ দেওয়ায় চিকিৎসকরা সবাই তাঁর প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: