বাঘায় বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার, আটক ২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: | প্রকাশিত: ৩০ জুন ২০২১ ২৩:৪১; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৫:২২

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় বিপুল সংখ্যক ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫। গত (২৯ জুন) মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগসায়েস্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আম বাগান থেকে বিকাল ৫ টায় তাদের আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে ১ হাজার পিস ইয়াবা।

আটককৃতরা হলেন উপজেলার খাঁয়ের হাট গ্রামের মহাসিন সরদারের ছেলে রাসেল সরদার (২৫), ফজল হোসেনের ছেলে সুজন আহম্মেদ (২৭)। রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়ন এস আই ইমরোজ ইসলাম বাদী হয়ে বাঘা থানায় একটি মাদকের মামলা দায়ের করেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বুধবার (৩০ জুন) আদালতে হাজিরের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top