নাটোরে প্রথম দিনের লকডাউন চলছে কঠোরভাবে
নাটোর সংবাদদাতা | প্রকাশিত: ১ জুলাই ২০২১ ২১:৩৪; আপডেট: ১ জুলাই ২০২১ ২১:৩৪
-2021-07-01-15-31-28.jpg)
নাটোরে বৃহস্পতিবার প্রথম দিনের লকডাউন চলছে কঠোর ভাবে। সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশের কঠোর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই নাটোর শহরের মাদরাসা মোড় ও নিচাবাজার এলাকায় তৎপর ছিলো জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার রুহুল আমিন জানান, ১১পদাতিক ডিভিশনের তত্বাবধানে ১৭প্যারা পদাতিক ব্যাটালিয়নের সেনাবাহিনীর তিনটি টিম নাটোরে চলমান লকডাউনে মাঠে রয়েছে। তিনটি টিমের নেতৃত্বে রয়েছে মেজর কামরুল ইসলাম, ক্যাপ্টেন রাফিদ সাদনান ও লেফটেনেন্ট আশফাকুর রহমান। এবারের প্রথম দিনের লকডাউনে জেলা শহর ছাড়াও উপজেলা সদর ও পৌরসভা এলাকা সব গুলোতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সাধারন মানুষকে তেমন চলাচল করতে দেখা যায়নি।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৩৮৪৭জন। এখন পর্যন্ত মোট মৃত্যু ৫৬ জন। এর মধ্যে গত এক মাসে মারা গেছে ৩৪জন। নাটোর আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটের ৭০ বেডের বিপরীতে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন।
আপনার মূল্যবান মতামত দিন: