ভাইয়ের মৃত্যুশোকে আরেক ভাইয়ের মৃত্যু, হাসপাতালে অপর ভাই

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ জুলাই ২০২১ ২২:২৮; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৩:২৩

নাটোরের সবচেয়ে বড় হোটেল ইসলামীয়ার মালিক শরিফুল ইসলাম পচু।

নাটোরের বৃহত্তম হোটেল ইসলামীয়ার মালিক শরিফুল ইসলাম পচু (৫৭) মারা যাওয়ার খবরে তার আপন বড় ভাই বাবুলুর রহমান (৫৯) স্টোক করে মারা গেছেন। তাদের অপর ছোট ভাই মো: জাহাঙ্গীর হোসেন (৫৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর শহরের চকরামপুরে অবস্থিত জেলার বৃহত্তম খাবার হোটেল ইসলামীয়ার মালিক শরিফুল ইসলাম পচু করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শুক্রবার ভোররাতে মারা যায়। এই খবর নাটোরে আসলে শুক্রবার ভোরে তার আপন বড় ভাই বাবুলুর রহমান স্টোক করে তাৎক্ষনিক মারা গেছেন।

এদিকে তাদের অপর ছোট ভাই মো: জাহাঙ্গীর হোসেন করোনা আক্রান্ত হয়ে আগে থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। শুক্রবার জুম্মার নামাজের পর নাটোর পৌরসভার মসজিদের মাঠে জানাজা শেষে শহরের গাড়ীখানা গোরস্থানে তাদের দুই ভাইয়ের কবর দেয়া হয়েছে। একই পরিবারে একই দিনে এমন খবরে শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে।

 

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top