বাঘায় বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি | প্রকাশিত: ১১ জুলাই ২০২১ ০১:৩২; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৮:০০

রাজশাহীর বাঘা উপজেলায় হাওয়া বেগম (৬২) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। হাওয়া বেগম উপজেলার নওটিকা গ্রামের আনসার আলীর স্ত্রী। শনিবার (১০ জুলাই) ভোর পাঁচটার দিকে নিজ বাড়ির শয়ন কক্ষে থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পরিবারিক সূত্রে জানা গেছে, হাওয়া বেগম দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ও নানা রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সইতে না পেরে সে আত্মহত্যা করে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে। অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের অনুমতি সপেক্ষে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: