সিংড়া পৌরসভায় দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি | প্রকাশিত: ১৭ জুলাই ২০২১ ০২:৫০; আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৭

ছবি-প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোরের সিংড়া পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সহস্রাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় আলহাজ্ব রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, এম. এম সামিরুল ইসলাম, পৌর সচিব আব্দুল মতিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমূখ।
 
সিংড়া পৌরসভা সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার ১২টি ওয়ার্ডে পাঁচ হাজার ৬২১টি দুস্থ পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় সাত হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।
 
 
 
 
এসকে



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top