পুত্রকে নিয়ে মাদক সেবন : অতঃপর শ্রী ঘরে
লালন উদ্দীন, বাঘা | প্রকাশিত: ২৭ জুলাই ২০২১ ০১:৪২; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৮:০৫

রাজশাহীতে মাদকাসক্ত পিতা-পুত্রের নির্যাতন সহ্য করতে না পেরে পুলিশে সোপর্দ করেছে তাদের পরিবার। সোমবার সকালে উপজেলার পাকুড়িয়া এলাকার শফিকুল ইসলাম (৫০) এবং তার সন্তান ফারজিদ পারভেজ (১৮) কে হেরোইন সেবনরত অবস্থায় পুলিশেত সোপর্দ করা হয়।
ভূক্তভোগী পরিবারটি জানায়, উপজেলার পাকুড়িয়া গ্রামের শফিকুল ইসলাম ও পুত্র ফারজিদ পারভেজ দীর্ঘদিন ধওে একসঙ্গে মাদক সেবন করে। পাশাপাশি বিভিন্ন সময় তারা পরিবারের অন্যান্য সদস্যদের মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করতো। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে পরিবারের পক্ষ থেকে উভয়কে হেরোইন সেবনরত অবস্থায় পুলিশে সোপর্দ করে। পরে বাঘা থানা পুলিশ তাদের নামে মাদক সেবন মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: