বাঘায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ৪
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২১ ০৩:৩২; আপডেট: ১ আগস্ট ২০২১ ০০:৪৫

বাঘায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে বাঘা থানাসূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন আইন মামলায় ওয়ারেন্টভুক্ত একজন এবং একাধিক মামলায় সাজাপ্রাপ্ত সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মার চরাঞ্চলের পলাশী ফতেপুর গ্রামের সিরাজ শেখের ছেলে মোহাম্মদ কালু শেখ(৪০)। তার নামে একটি মামলায় সাজা-সহ তিনটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
এ ছাড়াও উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ভানুকর গ্রামের কালু প্রামানিকের ছেলে শের আলম (৫৫)। তার নামে ৩ টা মামলায় গ্রেফতারী পরোয়ানাসহ একটি মামলায় সাজা ওয়ারেন্ট রয়েছে।
ফিরোজ আলী (৩২)। পিতা লুৎফর রহমান। বাড়ী গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর গ্রামে। তার নামে রয়েছে নারী ও শিশু নির্যাতন মামলা।
অন্যদিকে প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সাজেদুল ইসলাম(৩৫)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় একজনকে নিজ বাড়ী এবং অন্যান্যদের পৃথক এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
এসকে
আপনার মূল্যবান মতামত দিন: