বাঘায় মাদকসহ যুবক আটক
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২২ আগস্ট ২০২০ ২৩:০০; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২০:২৫
-2020-08-22-16-59-33.jpg)
রাজশাহীর বাঘা উপজেলায় মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি জয়নাল হোসেন (৩৪)। সে উপজেলার বাজুবাঘা নতুনপাড়া গ্রামের শ্যামপাড়া গ্রামের মুনছার আলীর ছেলে বলে জানা গেছে।
শনিবার (২২আগস্ট) সকালে এসআই লুৎফর রহমানের নেতৃত্বে বাঘা থানার একটি টিমের থানা মোড় এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থাকা ৫০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
আটকের বিষয় নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: