কোটি টাকার হেরোইনসহ আটক মাদক ব্যবসায়ী তুষার
বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ৩ আগস্ট ২০২১ ০৩:৫১; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৫:৪৬

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলগেট এলাকা থেকে এক কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান তুষারকে আটক করেছে রাজশাহী র্যাব-৫। যার মূল্য প্রায় ১ কোটি টাকা। রোববার (১ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বিকেল ৩টার দিকে আড়ানী রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত মেহেদী হাসান তুষারের বাড়ী পুঠিয়া উপজেলার বিড়ালদহ পশ্চিমপাড়া গ্রামে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫ (সিপিএসসি) মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রবিবার বাঘা উপজেলার (আড়ানী) রেলগেট সংলগ্ন বাসুদেবপুর নামক এলাকা থেকে মেহেদী হাসান তুষারকে এক কেজি হেরোইনসহ গ্রেফতার করে। মেহেদি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
এতে আরো বলা হয়, র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় তার কাছ থেকে ১ কেজি হেরোইন, ১টি মোবাইল, ১টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ড জব্দ করা হয়।
এ ঘটনায় চারঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসকে
আপনার মূল্যবান মতামত দিন: