নাটোরে পিকআপ খাদে পড়ে নিহত ৬
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২১ ০০:১৩; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৯:২২

দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তিনি বলেন, তাঁরা উদ্ধার অভিযানে ব্যস্ত আছেন। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন। তিনি ঘটনাস্থলে গেছেন।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন।
বিষয়: নাটোর পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত
আপনার মূল্যবান মতামত দিন: