বিশিষ্ট লেখক কলামিষ্ট এবনে গোলাম সামাদের জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১ ০১:৫৬; আপডেট: ১৬ আগস্ট ২০২১ ০৩:১৭

বাংলাদেশের বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী প্রফেসর ড. এবনে গোলাম সামাদের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাসজিদ চত্তরে আসর নামাজ শেষে তাঁর এ জানাজা সম্পন্ন হয়।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা করা হয়। সেখানে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সুলতানুল ইসলাম টিপু, রাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: মুঞ্জুর হোসেন, রাবি মেডিকেল সেন্টারের ডেপুটি চীফ ডা. নাজিব ওয়াদূদ, বাবার মাগফিরাত কামনা করেন মরহুমের জৈষ্ঠ ছেলে শাহরিয়ার সামাদ, সমাবেশ পরিচালনা করেন রাবির ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। জানাজার নামাজে ইমামতি করেন রাবি কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ফাহিম মাহমুদ। দাফন শেষে দোয়া পরিচারনা করেন মাওলানা ড. কেরামত আলী।
জানাজা পূর্ব সমাবেশে বক্তারা বলেন, প্রফেসর এবনে গোলাম সামাদ একজন বিখ্যাত লেখক, বুদ্ধিজীবী, কলামিস্ট, শিক্ষাবিদ। তিনি যদি ইউরোপে জন্মগ্রহণ করতেন তাহলে নবেল পুরুস্কার হয়তো পেতেন। শিক্ষক হিসেবে তিনি একজন বিরল প্রতিভার অধিকারী ছিলেন। তিনি সক্রিয় রাজনীতি না করলেও রাজনীতি সচেতন ও ব্যাপক রাজনৈক জ্ঞানের অধিকারী ছিলেন। তাঁর লেখা পাঠকদের ব্যাপকভাবে পড়ারও অহ্বান জানান।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের লেখক, পাঠক, রাজনীতিক, অত্মীয় স্বজন শুভাকাঙ্খীসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
সবশেষে বিশিষ্ট এ শিক্ষাবিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এম এস ইসলাম
বিষয়: জানাজা
আপনার মূল্যবান মতামত দিন: