প্রফেসর এবনে সামাদের ইন্তিকালে রাবি শিক্ষকদের শোক 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১ ২২:৫২; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২৩:২৫

প্রফেসর এবনে সামাদ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য বুদ্ধিজীবী, বিশিষ্ট্য শিক্ষাবিদ, কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এবনে গোলাম সামাদের ইন্তিকালে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল) এর শিক্ষকবৃন্দ।

সাদা দলের ভারপ্রাপ্ত আহবায়ক প্রফেসর ড. মোহা. এনামুল হক স্বাক্ষরিত এক শোকবাণীতে তাঁরা অত্যন্ত শ্রদ্ধার সাথে প্রফেসর ড. এবনে গোলাম সামাদের অবদানের কথা স্মরণ করে বলেন: এই মেধাবী মানুষটির মৃত্যুতে জ্ঞানের রাজ্যে, শিক্ষাক্ষেত্রে এবং দেশপ্রেমিক, জাতীয়তাবাদী চিন্তা-চেতনার জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। বিবৃতিতে শিক্ষকগণ প্রফেসর ড. এবনে গোলাম সামাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে স্বক্ষরকারী শিক্ষকবৃন্দের মধ্যে রয়েছেন: প্রফেসর ড. মোহা. এনামুল হক, প্রফেসর ড. মো.শামসুল আলম সরকার, প্রফেসর ড. কে বি এম মাহবুবুর রহমান, প্রফেসর ড. সি. এম. মোস্তফা, প্র্রফেসর ড. মো. সাইফুল ইসলাম ফারুকী, প্রফেসর ময়েজুল ইসলাম, প্রফেসর আশরাফ উজ্জামান, প্রফেসর ড. এফ এম এইচ তাকী, প্রফেসর ড.ফজলুল হক, প্রফেসর ড. মো. বেলাল হোসেন, প্রফেসর এ এন এম জাহাঙ্গীর কবীর, প্রফেসর এফ নজরুল ইসলাম, ড. সালেহ হাসান নকীব প্রফেসর ড. নিজাম উদ্দীন, প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, প্রফেসর ড. গোলাম সাদিক, প্রফেসর ড. দিল আরা হোসেন, প্রফেসর ড. আব্দুল হান্নান, প্রফেসর ড. মাইন উদ্দীন, প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, প্রফেসর ড. সৈয়দ সারওয়ার জাহান লিটন, প্রফেসর ড. মো. আব্দুল আলীম, ড. মোহা. মনিরুল হক প্রমূখ।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top