নগরীতে শোক দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা মিলাদ মাহফিল
নিজস্ব সংবাদদাতা | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১ ২৩:১৫; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০০:৪৯

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোগে রবিবার (১৬ আগস্ট) বিকালে জাতীয় মহিলা সংস্থার অফিস চত্বরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত করা হয়।
উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মকবুল হোসেন, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল ইসলাম, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন। রাজশাহী জেলা শাখার সংস্থা জেলা কমিটির সদস্য তারা ইফতা কামাল, বেগম রোকেয়া হোসেন ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছাসহ ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: