ভোলাহাটে শোক দিবস উপলক্ষে উদ্দীপনের নানা কর্মসূচী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ আগস্ট ২০২১ ০১:০০; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৪:৫৫
-2021-08-21-19-00-15.jpg)
ভোলাহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে এনজিও সংস্থা উদ্দীপনের নানা কর্মসূচী পালিত হয়েছে। ২১ আগষ্ট শনিবার উপজেলা উদ্দীপন শাখা আয়োজিত বেলা ১১টার দিকে খালে আলমপুর গ্রামে কিশোর-কিশোরী ক্লাবে শাখা ব্যবস্থাপক মোসা. সেলিনা খাতুনের সভাপতিত্বে নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম।
কর্মসূচীর মধ্যে ছিলো চিত্রাংকন প্রতিযোগিতা, করোনা ভাইরাস প্রতিরোধে সুপেয় ওয়াটার নিশ্চিত করন, স্যানেটারী ন্যাপকিন, মাস্ক, শিক্ষনীয় বই বিতরন ও বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ১’শ জনকে একটি করে স্যানেটারী ন্যাপকিন, ১’শটি মাস্ক ও ১৫টি বই তুলে দেন কিশোর- কিশোরীদের হাতে।
উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে করোনা টিকা গ্রহনে যে নিবন্ধন করা হয় তা উদ্দীপন থেকে বিনামূল্যে দেয়া হবে বলে জানানো হঢ। পরে চিত্রাংক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এ সময় কৈশোর কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মো. শাহাদাত আহমেদের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিসাব রক্ষক মোঃ বুলবুল আহমেদ ও কর্মকর্তা কর্মচারীগণ।
আপনার মূল্যবান মতামত দিন: