২১ আগস্টে নাটোরে আওয়ামী লীগের আলাদা আলাদা কর্মসূচী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ আগস্ট ২০২১ ০১:২৯; আপডেট: ১৭ মার্চ ২০২৫ ০৪:০৮
-2021-08-21-19-28-23.jpg)
২১ আগস্ট উপলক্ষে নাটোর আওয়ামী লীগের মানববন্ধন
ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলার রক্ত ভেজা বিভীষিকাময় দিনটি আলাদা আলাদাভাবে পালন করল নাটোর আওয়ামী লীগ। শহরের কাদিভিটুয়ায় জেলা অাওয়ামী কার্যালয়ে জেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ও সদর সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল শনিবার দিবসটি পালন করে আলাদা ব্যানারে।
অপরদিক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজলা পরিষদ চয়ারম্যান শরিফুল ইসলাম রমজান শহরের কানাইখালিতে প্রেসক্লাবের সামনে একই সময় ২১আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন করেন স্বেছাসবক লীগের ব্যানারে। এমপি শিমুলের অনুষ্ঠান জেলা সৈনিক লীগর সভাপতি আমিরুল ইসলাম জনির সভাপতিত্বে শিমুল ছাড়াও বক্তব্য রাখন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাটোর পৌরসভার মেয়র উমা চধুরী জলি, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস ও জলা যুবলীগর ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চধুরী এহিয়া।
অপরদিক চেয়ারম্যান রমজানের সভাপতিত্বে মানববন্ধনে তিনি ছাড়াও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক সয়দ মুর্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভাকট আব্দুল মালক শখ, নলডাঙ্গা উপজলা চেয়ারম্যান আসাদুজ্জামামান, জেলা স্বেছাসবক লীগের সভাপতি অ্যাডভোকেট ইসতিয়াক আহমদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন।
আপনার মূল্যবান মতামত দিন: