ভোলাহাটে ২১আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ আগস্ট ২০২১ ০২:১৪; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৪:৪৫
-2021-08-21-20-14-01.jpg)
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মেডিকেল মোড়স্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোঃ আশরাফুল হক চুনুর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আফরাজুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পিয়ার জাহান, মোঃ আল আমিন, প্রচার সম্পাদক মোঃ আতাউর রহমান, শিক্ষা বিষায়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, দলদলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাচ্চু, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন আইরন, গোহালবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ নিয়ামত আলী, ভোলাহাট ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মোনায়েন হক নিখিল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান প্লাবনসহ অন্যরা। পরে শহীদের স্মরণে বিশেষ মোনাজত করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: