পরিবেশকর্মী সৌখিনের দর্শনীয় বাগান, পরিদর্শন করলেন নাটোরের ডিসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১ ২২:৩২; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৪

চলনবিলে উদ্ধারকৃত ভিন্ন প্রজাতির কচ্ছপ অবমুক্ত করেন জেলা প্রশাসক।

নাটোরের সিংড়া উপজেলার এক পরিবেশকর্মী সৌখিনের বাগান পরিদর্শন করলেন নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে চলনবিল গেট সংলগ্ন এলাকায় মাচায় অসময়ে হলুদ তরমুজ চাষ পরিদর্শন করেন তিনি। পরে গৌরমতি আমের চারা রোপন ও চলনবিলে উদ্ধারকৃত একটি বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, সিংড়ার ইউএনও এম.এম সামিরুল ইসলাম, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সহ-সভাপতি হাসান ইমাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি।

জেলা প্রশাসক মো. শামীম আহমেদ বলেন, বাগানে অসময়ে তরমুজ চাষ এবং প্রকৃতি-পরিবেশের জন্য বৃক্ষ রোপন, গাছে গাছে হাড়ি বেঁধে পাখির বাসা তৈরি দেখে আমি মুগ্ধ হয়েছি। প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top