সাপাহারে অর্ধগলিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ | প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০ ০১:০৬; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ২২:২৬

নওগাঁর জেলার সাপাহারে নিখোঁজের ৩দিন পর নুরনবী (৬২) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সাপাহার থানা পুলিশ ও পত্নীতলা ফায়ার সার্ভিস এর যৌথ অভিযানে উপজেলার দিঘীর হাট কলেজের নিকট ব্রীজের পাশের লাশটি উদ্ধার করে।
গত রবিবার বিকেলে নুরনবী গ্রামের পার্শ্বের তার আমবাগানে কাজ করতে যায়। সন্ধ্যার দিকে বাসায় ফেরার সময় ওই খাড়িতে অবস্থিত বরেন্দ্র উন্ননয়ন কর্তৃপক্ষের স্থাপিত ক্রসডেমের সুইস গেটের উপর দিয়ে পার হওয়ার সময় প্রবাহিত পানির প্রবল স্রোত থাকায় পা ফসকে খাড়ির পানিতে পড়ে তলিয়ে যায়। রাতে ওই ব্যক্তি বাসায় ফিরে না আসায় বাসার লোকজন খোঁজা খুজি করে।
পরে ডুবুরী দল বেলা ১১টার দিকে সুইস গেটের ৩ কিলোমিটার দুরে দিঘীর হাট কলেজের নিকট ব্রীজের পাশের একটি গাছের ডালে আটকে থাকা অবস্থায় নিহত নুরনবীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আন্দালীব/25
আপনার মূল্যবান মতামত দিন: