স্কুল খুলে দিতে নাটোরে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১ ০০:৩৬; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৭

কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের মানববন্ধন।

স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল স্কুল কলেজ খুলে দেয়ার দাবীতে নাটোরে মানববন্ধন করেছেন কিন্ডারগার্টেন শিক্ষকরা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় শহরের কানাইখালীতে প্রেসক্লাবের সামনে জেলার প্রায় ৩০টি স্কুলের শিক্ষকরা এই মানববন্ধন করেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নাটোর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক নবী নেওয়াজ পিন্টু, শিক্ষক জিয়া ও বাপ্পী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, করোনা সংক্রমনের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে দেশের সকল কিন্ডারগার্টেন বন্ধ রয়েছে। ফলে দেশের লাখ লাখ শিক্ষার্থীরা স্বশরীরে শিক্ষা অর্জন থেকে বঞ্চিত রয়েছে। ইতোমধ্যেই ইউনিসেফের পাশাপাশি প্রধামমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের স্কুল খুলে দেয়ার তাগিদ দিয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে কিন্ডারগার্টেন চালুর ব্যাপারে নির্দেশনা জারীর জন্য বক্তারা প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদ বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top