বাঘায় পদ্মানদীতে নৌকা ডুবি, প্রাণে রক্ষা চারজনের

বাঘা (রাজশাহী) প্রতিনিধি | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১ ২৩:৪৮; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ২২:২৭

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় পদ্মানদীতে নৌকা ডুবে পাট ব্যবসায়ীসহ চার জন প্রানে রক্ষা পেয়েছেন। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে চৌমাদিয়া পদ্মার নদীর মাঝে প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, বাঘা এলাকার পাট ব্যবসায়ী শিপন আহম্মেদ, দুলাল হোসেন, আকাশ হোসেন নৌকা নিয়ে চৌমাদিয়া চরে পাঠ কিনতে যাচ্ছিলেন। এ সময় তারা পদ্মা নদীর মাঝামাঝি স্থানে পৌছলে প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। পরে নদীতে থাকা অন্য মাঝিরা তাদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম।

এ বিষয়ে নৌকার মাঝি আসহাস হোসেন জানান, নৌকা নিয়ে চৌমাদিয়া চরে তিনজন যাত্রীকে নিয়ে যাচ্ছিলাম। এ সময় হটাৎ প্রবল স্রোত আর ঢেউ শুরু হয়। এতে নৌকা নিয়ন্ত্রণ করতে না পেরে ডুবে যায়। তবে নৌকাতে থাকা সবাই আমরা সাতার জানার কারনে প্রানে বেঁচে গেছি। তবে কিছুক্ষনের মধ্যে পাশে অন্য মাঝিরা আমাদের উদ্ধার করে কিনারে নিয়ে যায়।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top