বাঘায় শিক্ষা প্রতিষ্ঠানে পৌর প্যানেল মেয়রের মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১ ০০:৪৬; আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১১:৩৬

বাঘায় শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ শাহরিয়ার আলমের নির্দেশনায় বাঘার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছয় হাজার মাস্ক বিতরণ করেছেন বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তিনি এ মাস্ক কিতরণ করেন।

উপজেলা সদরে অবস্থিত বাঘা উচ্চ বিদ্যালয়, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ছাতারী উচ্চ বিদ্যালয়, ছাতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চক-ছাতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের হাতে মাস্ক তুলে দেয়া হয়।

শাহিনুর রহমান পিন্টু বলেন, বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া একটি সংক্রামক ব্যাধির নাম করোনা ভাইরাস। এটি সারা পৃথিবীর মানুষের কাছে এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাড়িয়েছে। এর কালো থাবায় অকালে প্রান হারাচ্ছে দুগ্ধ শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বণিতা। এটি প্রতিরোধ ও জনগনকে সচেতন করতে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুপ্রেরনায় মূলত আমার এই মাস্ক বিতরণ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top