রাজশাহীকে পর্যটন নগরী গড়ে তুলতে দুই প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০ ১৮:৩৬; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৪

সমঝোতা স্মারক হস্তান্তর করছেন দি সাউথ এশিয়ান ট্যুরিজম ও আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের প্রতিনিধিরা

রাজশাহী শহরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রয়াসে দি সাউথ এশিয়ান ট্যুরিজম ও আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর মাইড্যাস রেস্টুরেন্টে এন্ড কনভেনশন সেন্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় দি সাউথ এশিয়ান ট্যুরিজম-এর সত্ত্বাধিকারী সুলতানা পারভীন ও আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

উভয় পক্ষের মধ্যে গৃহিত এই চুক্তি অনুসারে আল-আকসার কর্মকর্তা ও কর্মচারীগণ আকর্ষণীয় ছাড়ে এয়ার ভাড়া, ট্যুর, হোটেল বুকিংসহ দি সাউথ এশিয়ান ট্যুরিজম থেকে বিভিন্ন সেবা পাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব ফুয়াদ হাসান পরাগ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি সাদরুল ইসলাম, আল-আকসা ডেভেলপার্স (প্রা) লিমিটেডের জেনারেল মানেজার পারভেজ আহমেদ সহ বিভিন্ন এয়ারলাইন্স এবং শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় উভয় পক্ষ তাদের চুক্তির মাধ্যমে রাজশাহী শহরের অবকাঠামোগত উন্নয়নে, পর্যটন নগরী হিসবে ও পরিচ্ছন্ন শহর রক্ষার জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top