পুঠিয়ায় কর্মঘন্টা নির্ধারণে দপ্তরীদের স্মারক লিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক। | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১ ০১:৫২; আপডেট: ১৮ মে ২০২৪ ১৫:০৬

দাবি আদায়ে উপজেলার বিভিন্ন দপ্তরে দেয়া স্মারকলিপি।

রাজশাহীর পুঠিয়ায় কর্মঘন্টা নির্ধারণের দাবি তুলেছেন প্রাথমিক স্কুলে আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত দপ্তরি কাম প্রহরীরা। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে তারা উপজেলার বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করেন।

দাসমাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী জালাল উদ্দিনের স্বাক্ষরিত ওই স্মারক লিপিতে উল্লেখ করা হয়, ২০১২ সালের আউটসোর্সিং নীতিমালা অনুচ্ছেদ ১১/১ মোতাবেক সরকারী ছুটি প্রাপ্যতা থেকে তারা বঞ্চিত। এছাড়া ২৪ ঘন্টার পরিবর্তে কর্মঘন্টা নির্ধারণে মহামান্য হাই কোর্টের দেয়া রায় (স্কুল চলাকালিন সময়) বাস্তবায়ন করতে দাবী করেন।

কাঠালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী রেজাউল ইসলাম রেজা বলেন, সারাদেশে সকল দপ্তরি কাম প্রহরীরা কর্মঘন্টা নির্ধারণ করতে দাবী তুলেছেন। তারই অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারক লিপি দেয়া হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top