পুঠিয়ায় সড়কের গাছ কেটে বিক্রি: ভূমি কর্মকর্তার মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১ ০৩:৩৩; আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২১:০৩

ফাইল ছবি

রাজশাহীর পুঠিয়ায় সড়কের গাছ কেটে বিক্রি করেছেন স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি। এ ঘটনায় ভূমি কর্মকর্তা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

পুঠিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সোহেল রানা বলেন, উপজেলা সদরের গোপালহাটী-কৃষ্ণপুর সড়কে সরকারি ভাবে রোপনকৃত মেহগনি গাছ রয়েছে। সম্প্রতি সে গাছগুলোর মধ্যে মূল্যবান ৩২টি গাছ কেটে বিক্রি করেছেন কৃষ্ণপুর গ্রামের মারুফ হাসান বাবলু নামের একজন। যার মূল্য ৫ লাখ টাকার অধিক।

বিষয়টি তদন্তে নিশ্চিত হয়ে সোমবার (১২ অক্টোবর) রাতে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। পুঠিয়ার একটি মার্কেটে তিনি গাছগুলো বাবুল বিক্রি করেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগে সোমবার পুঠিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে বাবলু নামের একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আমরা অভিযুক্তকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top