বাঘায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১ ০২:২৯; আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৪:২৮

ফাইল ছবি।

রাজশাহীর বাঘায় সাপের কামড়ে রিনা বেগম (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। রিনা বেগম উপজেলা বাউসা ইউনিয়নের হরিনা পশ্চিমপাড়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদশীরা জানান, রিনা বেগম বুহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে বাড়ির উঠানের কুঠিতে রাখা মুরগির ছটপট করার শব্দ শুনতে পান। এ সময় সে কুঠিতে রাখা মুরগি দেখতে গেলে বিষধর সাপে তাঁকে কামড় দেয়। এতে তিনি আহত হয়। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করার পর ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক চৌধুরী নিয়ামুল হাসান রিফাত।

গৃহবধুর স্বামী হেলাল উদ্দিন বলেন, সাপের কামড়ে আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর মারা যায়। তবে সাপটি ধরে পিটিয়ে মারা হয়েছে।

এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, সাপের কামড়ে গৃহবধুর মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়েছিলাম। সকালে তার দাফন সম্পন্ন করা হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top