নাটোরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
নিজস্ব প্রতিবেদক, নাটোর | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০ ২২:২৯; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০২:৫৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত আজগর আলী (৩২) মারা গেছেন।
মোটরসাইকেলের ধাক্কায় আহত আজগর সোমবার (৩১ আগষ্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।
আজগর আলী বড়াইগ্রাম উত্তরপাড়া মহল্লার আবদুল কুদ্দুস খাঁর ছেলে।
বড়াইগ্রাম পৌর মেয়র আবদুল বারেক সরদার গণমাধ্যমকে জানান, গত শুক্রবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোল বাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার পথে একটি মোটরসাইকেল পেছন থেকে আজগরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
#এনএস
আপনার মূল্যবান মতামত দিন: