পুঠিয়ায় মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১ ০১:৩৭; আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৪:২১

আটককৃত মাদক ব্যবসায়ী।

রাজশাহীর পুঠিয়ায় গাঁজাসহ আজিজুর রহমান (৫২) নামের একজন মাদক ব্যবসায়িকে আটক করেছেন পুলিশ।

আটককৃত আজিজুর রহমান উপজেলার বেলপুকুর ইউনিয়নের চক ধাধাশ গ্রামের মৃত নুর মোহাস্মদ এর ছেলে। শুক্রবার (২২ অক্টোবর) দিবাগত রাতে চকধাধাশ হাই স্কুলের নিকট থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, আটককৃত আজিজুর রহমান দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদে শুক্রবার রাতে চকধাধাশ হাই স্কুল এলাকায় অভিযান চালানো হয়। পরে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। এবিষয়ে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top