বাঘায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১ ০৪:২৯; আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৬:৩৯

আটককৃত মাদক ব্যবসায়ী।

রাজশাহীর বাঘায় ১১৮ বোতল ফেন্সিডিল সহ সাগরি বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে আসামীর নিজ বাড়ী থেকে এ মাদক উদ্ধার করা হয়। ধৃত আসামীর বাড়ী উপজেলার সীমান্তবর্তী আলাইপুর গ্রামে। তার স্বামীর নাম শামসুল হক বলে জানা গেছে।

বাঘা থানা পুলিশ জানান, সোমবার রাত ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ ফোর্স নিয়ে উপজেলার আলাইপুর গ্রামের সাগরি বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার শয়ন কক্ষে চৌকির নিচে রাখা একটি ব্যাগের মধ্য থেকে ১১৮ বোতল ফেনসিডিল বের করা হয়।

স্থানীয় লোকজন জানান, সাগরি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে আটক করায় বাঘা থানা পুলিশকে ধন্যবান জ্ঞাপন করেছে এলাকার সুধী মহল।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ধৃত আসামীর নামে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top