ঢাকায় সড়ক দুর্ঘটনায় পুঠিয়ার ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১ ০৪:২৮; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১২:৫৯
-2021-10-29-18-27-26.jpg)
ঢাকার পল্টনে সড়ক দুর্ঘটনায় পুঠিয়ার ব্যবসায়ী শাহিনুজ্জামান (৫০) শাহিনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাজধানীর মালিবাগে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুঠিয়া সদরের কাঁঠালবাড়িয়ার বাসিন্দা ছিলেন তিনি।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার পুঠিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সুরভী মোটরসের মালিক শাহিনুজ্জামান তার বন্ধু রাজশাহীর তাহেরপুর আলিপুরের তাজ মোটরসের মালিকের কাজের জন্য ঢাকায় যান। ওইদিন সন্ধ্যার দিকে ঢাকার পল্টনে রাস্তা পার হওয়ার সময় সিএনজির সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে মালিবাগ সিরাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে তার মৃত্যুর খবর জানতে পেয়ে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: