নিসচার উদ্যোগে রাজশাহীতে অটোচালকদের প্রশিক্ষণ কর্মশালা প্রদান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১ ০৫:৪০; আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৬

নিসচার আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা।

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার আয়োজনে নিজস্ব কার্যালয়ে ২৯ অক্টোবর শুক্রবার সকালে সড়ক নিরাপত্তা বিষয়ক অটোচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে জুম কনফারেন্সের মাধ্যমে এই কর্মশালার উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্মানিত চেয়ারম্যান জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সমন্বয়কের দায়িত্ব পালন করেন নিসচা রাজশাহী জেলা শাখার প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এই সময় নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, অর্থ সম্পাদক বজলুর রশিদ লিটন, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যনির্বাহী সদস্য- সিরাজুল ইসলাম।

কর্মশালায় অংশগ্রহণকারীদের পক্ষে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ। এই কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন নিসচা রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, সহযোগিতায় ছিলেন কার্যনির্বাহী সদস্য জুখার দুদায়েব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু।

 

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top