প্রেসিডিয়াম সদস্য হলেন লিটন, রাজশাহীতে আনন্দ মিছিল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১ ১৯:২৯; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০০:৪২

জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় রাজশাহীতে আনন্দ মিছিল করেছে নগর আওয়ামী লীগ।
শুক্রবার সন্ধ্যায় নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। অন্যদের মধ্যে অংশ নেন সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, আওয়ামী লীগ নেতা জিয়া হাসান আজাদ হিমেলসহ নেতৃবৃন্দ।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে একে অপরকে মিষ্টিমুখ করান দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছর পরে রাজশাহীর কোনো নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের পদ পেয়েছেন। এর আগে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের পর আওয়ামী লীগের প্রেসিডিয়ামে স্থান পেয়েছিলেন প্রয়াত প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আলাউদ্দিন।
বিষয়: রাজনীতি
আপনার মূল্যবান মতামত দিন: