নগরীতে আদিবাসী পরিষদের মানববন্ধন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০ ২০:০৯; আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২০ ২০:১৪
-2020-09-03-14-07-55.jpg)
৯ দফা দাবিতে রাজশাহী নগরীতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখা।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকাল ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে তারা।
জাতীয় আদিবাসী পরিষদের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচীর আযোজন করে তারা।
মানববন্ধনে সংগঠনটির নেতারা তাদের বিভিন্ন দাবিসমূহ তুলে ধরেন।
তাদের দাবিকৃত সমূহের মধ্যে উল্লেখযোগ্য হল আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: