রাজশাহী নগরীতে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১ ০৭:০৯; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৩:৫৯

রাজশাহীতে গলায় ওড়না পেঁচিয়ে দিপা বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মহানগরীর মোন্নাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন দিপা। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি দেখে ফেলেন। এর পর দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, ময়নাতদন্তের পর লাশ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এসকে
বিষয়: গৃহবধূর আত্মহত্যা
আপনার মূল্যবান মতামত দিন: