বগুড়ায় জুয়ার আসর থেকে যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০ ০০:০১; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৮

 

জুয়া খেলার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহিনুর রহমান (৩৫) সাতজন। এসময় আরো ৬ জনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৮ আগষ্ট) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ইউসুবপুর হঠাৎপাড়া গ্রামে একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার অন্যরা হলেন যুবলীগ কর্মী রইচ উদ্দিন (৬০), লিটন হোসেন (৩০), ইউনুছ আলী (৪০), ঠান্ডু মিয়া (৩৬), নবাব আলী (৩৫) ও ইদ্রিস আলী (৬৫)।

পুলিশ জানায়, বগুড়ার নন্দীগ্রাম পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহিনুর রহমান সহযোগীদের নিয়ে ইউসুবপুর হঠাৎপাড়া গ্রামে একটি বাড়িতে জুয়ার আসর বসান। এমন খবরে পেয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় যুবলীগ নেতাসহ সাতজনকে গ্রেফতার করা হয়।

বগুড়ার নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির জানান, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

কাফি/০২



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top