নগরীতে বিচার বিভাগীয় কর্মচারীদের সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২২ ০৪:০৫; আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৪:১৩

রাজশাহী জেলা জজ কোর্ট আদালতের বিচার বিভাগীয় কর্মচারী বৃন্দের আয়োজনে গতকাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা গেছে, ১৩ জানুয়ারি বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিরাজগঞ্জ-এ কর্মরত স্টেনোগ্রাফার মোঃ ইউসুফ আলী এর উপর কতিপয় উগ্রবাদী আইনজীবী নামধারী সন্ত্রাসী কর্তৃক হত্যার উদ্দেশ্যে অফিস চলাকালীন এজলাস কক্ষে ভাংচুর ও বর্বর হামলা চালিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে উগ্রবাদী আইনজীবীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানান প্রতিবাদ সমাবেশর বক্তব্যরা।

উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোঃ জয়দুল ইসলাম , জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মোঃ শামিম সরকার , মহানগর দায়রা জজ আদালতের নাজির শামিম হোসেন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ সোহেল রানা , চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মোশাররফ হোসেন , যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার মোঃ মেহ্ফুজ আল হাসান শিপলু , অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মোঃ সাইফুল ইসলাম , যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের স্টেনো টাইপিস্ট ফাহমিদা ইয়াসমিন ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top